রেফারির সঙ্গে ফুটবল মাঠে খেলোয়াড় এবং কোচদের মাঝে-মধ্যেই তর্কে লিপ্ত হতে দেখা যায়। যে কারণে ফুটবলার এবং কোচদেরও অনেক সময় লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়।
রোববার চীনের সেকেন্ড টিয়ার ফুটবল লিগের ম্যাচে মুখোমুখি হয় নানজিং সিটি বনাম শেনিয়াং আর্বান। সেই ম্যাচে ৪-০ গোলে জয় পায় শেনিয়াং।
ম্যাচে একটি পেনাল্টির সিদ্ধান্তকে নিয়ে রেফারির সঙ্গে বিতর্কে জড়ান শেনিয়াংয়ের কোচ জিন দুয়ান। তিনি রেফারির সিদ্ধান্ত মেনে নিতে না পেরে টাচলাইনে উত্তেজিত ভঙ্গিতে তর্ক করতে থাকেন।
রেফারি জিন দুয়ানকে প্রথমে হলুদকার্ড এবং পরে লালকার্ড দেখান। লালকার্ড দেখানোর সাথে সাথেই মেজাজ হারিয়ে রেফারির গালে কষিয়ে চড় মারেন শেনিয়াং আর্বানের প্রধান কোচ দুয়ান।
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সমালোচনার মুখে জিন দুয়ান নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। শেনিয়াং ক্লাবের পক্ষ থেকেও বিজ্ঞপ্তিতে কোচের এমন আচরণের জন্য দুঃখ প্রকাশ করা হয়।
Liaoning Shenyang Urban head coach Duan Xin is going to be in big trouble. With his side trailing 0-1 to Nanjing City just before half time, Duan reacted angrily to referee Chen Hao awarding a yellow card to one of his side's coaches...by slapping the referee in the face. pic.twitter.com/rlkR4DjHty
— FourFiveWonton (@FourFiveWonton) July 23, 2023