পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে ওল্ড ট্রাফোর্ড টেস্ট খেলতে নেমে প্রথম তিনদিনে চালকের আসনে ছিল ইংল্যান্ড।
কিন্তু বেরসিক বৃষ্টিতে ভেসে যেতে বসেছে ইংলিশদের অ্যাশেজ পুনরুদ্ধারের স্বপ্ন। চতুর্থ টেস্ট ইংল্যান্ড জিততে না পারলে অ্যাশেজ ধরে রাখবে অস্ট্রেলিয়া।
শনিবার চতুর্থদিনে বৃষ্টির বাগড়ায় মাত্র এক সেশন খেলা হয়েছিল। ওই ৩০ ওভারে ইংল্যান্ড নিতে পেরেছিল শুধু সেঞ্চুরিয়ান মার্নাস লাবুশেনের উইকেট। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২১৪/৫।
শুধু ইনিংস হার এড়াতেই দরকার আরও ৬১ রান। কিন্তু রোববার শেষদিনে টানা বৃষ্টিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত খেলা শুরু করাই সম্ভব হয়নি।
বৃষ্টি না থাকলে অস্ট্রেলিয়ার বাকি পাঁচ উইকেট নেওয়ার সুযোগ পাবেন না স্টোকসরা। আর ওল্ড ট্রাফোর্ড টেস্ট ড্র হলে সিরিজ জেতার আশা শেষ হয়ে যাবে ইংল্যান্ডের।