আম্পায়ারদের কটাক্ষ করে যা বললেন ভারতীয় অধিনায়ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৬:৪৯ পিএম
শনিবার মিরপুরে তিন ম্যাচের সিরিজ নির্ধারণী খেলায় ২২৬ রানের টার্গেট তাড়া করতে নেমে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রিত কৌর।
তিনি আম্পায়ারের সিদ্ধান্ত মন:পূত না হওয়ায় মেজাজ দেখান। আম্পায়ার আঙুল তুলে আউটের সিদ্ধান্ত দিতেই ক্ষেপে যান হারমানপ্রিত। শুরুতে এক হাত দিয়ে থাবা মারেন আরেক হাতে ধরে রাখা ব্যাটে।
এরপর আম্পায়ারের দিকে আগুনেদৃষ্টিতে দীর্ঘ সময় তাকিয়ে থাকেন। এরপর ব্যাট দিয়ে স্টাম্পে এতটাই জোরে মারলেন যে, একটি স্টাম্প উড়ে গিয়ে পড়ল অনেক দূরে।
এখানেই শেষ নয়। ক্রিজ ছেড়ে যাওয়ার সময় আম্পায়ারের দিকে তাকিয়ে ভারতীয় অধিনায়ক কিছু বাজে শব্দ করেন। এরপর ড্রেসিং রুমে ফেরার পথে গ্যালারির দর্শকদের উদ্দেশে তিনি দেখালেন ‘থামস আপ।’
শ্বাসরুদ্ধকর সেই ম্যাচটি টাই হয়। বৃষ্টিতে সময় নষ্ট হওয়াতে খেলার নির্ধারতি সময় শেষ হয়ে যায়। যে কারণে আর সুপার ওভারে খেলা হয়নি। সিরিজ ১-১ ড্র হয়।
এদিন খেলা শেষে ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌর আম্পায়ারদের কটাক্ষ করে বলেন, ‘এই ম্যাচ থেকে ক্রিকেট ছাড়াও অনেক কিছু শেখার আছে। এখানে যেমন ধরনের আম্পায়ারিং হয়েছে তাতে আমরা খুব অবাক হয়েছি। পরেরবার যখনই আমরা বাংলাদেশে আসব, আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এ ধরনের আম্পায়ারিং মোকাবিলা করতে হবে। সেই অনুযায়ী নিজেদের তৈরিও রাখতে হবে।’
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে ভারতীয় অধিনায়ক ক্ষিপ্ত হয়ে আম্পায়ারদের বাংলাদেশের জাতীয় দলে যোগ দেওয়ার কথা বলেন। তার মন্তব্যে অপমানিত হয়ে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা বিসিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে ক্রিকেটারদের সঙ্গে নিয়ে ম্যাচপরবর্তী অনুষ্ঠান ছেড়ে চলে যান।
এ ব্যাপারে নিগার সুলতানা বলেন, ‘এটা সম্পূর্ণই ওর সমস্যা। এখানে আমার কিছুই করার নেই। একজন ক্রিকেটার হিসেবে, হরমন আরও ভালো আচরণ দেখাতে পারত। আমি বলতে পারব না ওর সঙ্গে কি হয়েছে কিন্তু দলের সঙ্গে সেখানে আমার থাকাটা ঠিক বলে মনে হয়নি। ক্রিকেট শৃঙ্খলা এবং সম্মানের খেলা। ওখানে পরিবেশ সঠিক ছিল না। সেজন্যই আমরা চলে যাই।’
আম্পায়ারিংয়ের বিষয়ে নিগার বলেন, ‘যদি ও আউট না হতো তাহলে আম্পায়াররা ওকে আউট দিত না। আমাদের দেশ থেকে আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটে আম্পায়ার আছে। স্বাভাবিকভাবেই ওরা যথেষ্ট দক্ষতাসম্পন্ন আম্পায়ার। তাহলে ভারত ম্যাচে হওয়া ক্যাচ এবং রান আউট সম্পর্কে কি বলবে। আমরা আম্পায়ারদের সিদ্ধান্তকে সম্মান করি। সেই সিদ্ধান্ত আমাদের পছন্দ হোক বা না হোক। তাদের সিদ্ধান্তই সবসময় চূড়ান্ত।’