Logo
Logo
×

খেলা

ফাইনালে তাহিরের সেঞ্চুরি, পাকিস্তানের রানের রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৬:১৮ পিএম

ফাইনালে তাহিরের সেঞ্চুরি, পাকিস্তানের রানের রেকর্ড

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। দুই দলের সামনেই দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি। 

গতবারের শিরোপাজয়ী পাকিস্তান এবারো টানা দ্বিতীয় শিরোপা জিততে মরিয়া। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাইয়ুব তাহিরের ঝড়ো সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৫২ রানের রেকর্ড গড়েছে পাকিস্তান।  

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে এটাই দলীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৯ সালের সবশেষ আসরে বাংলাদেশের বিপক্ষে ৩০১ রান করেছিল পাকিস্তান। সেই ম্যাচে বাংলাদেশ ২২৪ রানে অলআউট হয়ে শিরোপার স্বপ্ন ভঙ্গ করে। 

ইমার্জিং এশিয়া কাপের চলতি পঞ্চম আসরে দ্বিতীয় শিরোপা জিততে হলে ভারতীয় এ দলকে করতে হবে ৩০০ বলে ৩৫৩ রান।

রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে পাকিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে গতবারের চ্যাম্পিয়নরা। 

উদ্বোধনী জুটিতেই স্কোর বোর্ডে ১২১ রান জমা করেন দুই ওপেনার সায়েম আয়ুব ও শাহেবজাদা ফারহান। ৫১ বলে ৭টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৫৯ রান করে ফেরেন সায়েম আয়ুব।

দলীয় ১৪৬ রানে ফেরেন আরেক ওপেনার শাহেবজাদা ফারহান। তার আগে ৬২ বলে চারটি চার আর সমান ছক্কার সাহায্যে খেলেন ৬৫ রানের ইনিংস। 

একটা সময়ে ২ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ২৭ ওভারে ১৮৩ রান। এরপর মাত্র ১০ বলে ৪ রানের ব্যবধানে পাকিস্তান হারায় ৩ উইকেট। 

দলের এমন ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা তাইয়ুব তাহির। তিনি মুবাশির খানকে সঙ্গে নিয়ে গড়েন ১২৬ রানের জুটি। এই জুটিতে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়ে তুলে নেন সেঞ্চুরি। তার সেঞ্চেুরিতেই দলীয় রান তিনশ পার করে পাকিস্তান। 

দলীয় ৩১৩ রানে ৭১ বলে ১২টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১০৭ রান করে ফেরেন তাইয়ুব তাহির। এরপর শেষ ৩১ বলে ২ উইকেট হারিয়ে ৩৯ রান করতে সক্ষম হয় পাকিস্তান। 

তাইয়ুব তাহিরের (১০৭) সেঞ্চুরি আর দুই ওপেনার সায়েম আইয়ুব (৫৯) ও শাহেবজাদার (৬৫) জোড়া ফিফটিতে ভর করে ৮ উইকেটে ৩৫২ রানের পাহাড় গড়ে পাকিস্তান। দলের হয়ে ওমর ইউসুফ ও মোবাশির খান ৩৫ রান করে করেন।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ৫০ ওভারে ৩৫২/৮ রান (তাইয়ুব তাহির ১০৭, শাহেবজাদা ৬৫, সায়েম আইয়ুব ৫৯, ওমর ইউসুফ ৩৫, মোবাশির খান ৩৫)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম