সবশেষ কাতার বিশ্বকাপের হটফেভারিটই ছিল রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
কিন্তু কোয়ার্টার ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে আসর থেকেই বিদায় নেয় নেইমারের নেতৃত্বাধীন দলটি। সেই হারে নেইমার এতটাই দুঃখ পেয়েছিলেন যে, ছাড়তে চেয়েছিলেন ব্রাজিল জাতীয় দল।
এক সাক্ষাৎকারে ব্রাজিলের সুপারস্টার নেইমার বলেছেন, সত্যি বলতে বিশ্বকাপের পর আমি আর (জাতীয় দল) ফিরতে চাইনি। কিন্তু নতুন করে আবারো ভাবতে হয়েছে। আমি তো সাফল্যের জন্য ক্ষুধার্ত, তা-ই না? তাই ওই ভাবনা পুনর্বিবেচনা করে পাল্টাতে হয়েছে। বিশ্বকাপের পর আমি আর কষ্ট পেতে চাইনি কিন্তু পরিবারকে ভুগতে দেখাটাও কষ্টকর।
নেইমার আরও বলেন, আমি টানা পাঁচ দিন কেঁদেছি। ওভাবে স্বপ্ন চূর্ণ হওয়ায় খুব কষ্ট পেয়েছিলাম। ০-০ ব্যবধানে থেকে টাইব্রেকারে ম্যাচ হারব এবং কোনো গোল করব না- সেটা মেনে নিতে রাজি আছি; কিন্তু গোল করব, এরপর গোল হজম করে টাইব্রেকারে হারব-সেটা মেনে নেওয়া খুব কঠিন।
পিএসজির এই তারকা ফুটবলার আরও বলেন, ক্রোয়েশিয়ার কাছে হার আমার জীবনের সবচেয়ে বাজে মুহূর্ত। আমার পাশে একজন কাঁদছিল, অন্যপাশে আরেকজন। গোটা দলের পরিবেশ খুব ভারি হয়ে উঠেছিল। আমি সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে আর কখনো যেতে চাই না।