Logo
Logo
×

খেলা

ব্যাটিং বিপর্যয়ে হার বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০৫:১১ পিএম

ব্যাটিং বিপর্যয়ে হার বাংলাদেশের

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় বৃষ্টি আইনে ৪০ রানে জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ২২৯ রানের টার্গেট তাড়ায় বাংলাদেশ হারে ১০৮ রানের বড় ব্যবধানে। 

এ দিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২২৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৮৬ ও ৫২ রান করে করেন জেমিমাহ রদ্রিগেজ ও অধিনায়ক হারমানপ্রিত কাউর। 

টার্গেট তাড়া করতে নেমে ৩৮ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে ঋতু মনিকে সঙ্গে নিয়ে ৯২ বলে ৬৮ রানের জুটি গড়েন ফারজানা হক পিংকি। তাদের দায়িত্বশীল জুটিতে একটা পর্যায়ে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০৬ রান। 

এরপর জেমিমাহ রদ্রিগেজের অফ স্পিন এবং দেবিকা বৈদ্যর লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে মাত্র ১৪ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ৩৫.১ ওভারে ১২০ রানেই অলআউট হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১০৮ রানের জয়ে সিরিজে (১-১) সমতায় ফিরে ভারত।
 
শনিবার মিপুর শেরেবাংলায় সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম