ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শাকিলের ডাবল সেঞ্চুরি, রান পাহাড়ে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ০৬:৩৩ পিএম
গল টেস্টে শ্রীলংকার বিপক্ষে ৩১২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় পাকিস্তান। স্কোর বোর্ডে ১০১ রান জমা করতেই প্রথমসারির ৫ ব্যাটসম্যানের উইকেট হারায় সফরকারীরা।
খেলার এমন অবস্থা দেখে খালি চোখে মনে হয়েছে দ্রুতই ইনিংস গুটাবে পাকিস্তান। স্বাগতিক শ্রীলংকাও ধরে নিয়েছিল তারা প্রথম ইনিংসে বড় লিড পাবে।
কিন্তু তাদের সেই আশায় গুড়েবালি দেন পাকিস্তানের মিডল অর্ডার দুই ব্যাটসম্যান সৌদ শাকিল ও আগা সালমান। তারা ষষ্ঠ উইকেটে ১৭৭ রানের জুটি গড়েন।
১১৩ বল মোকাবেলা করে দলীয় ২৭৮ রানে ৯টি চার আর এক ছক্কার সাহায্যে ৮৩ রান করে ফেরেন আগা সালমান।
এরপর টেলেন্ডার তথা লেজের ব্যাটসম্যানদের নিয়ে একাই লড়াই চালিয়ে যান সৌদ শাকিল। তার একার লড়াইয়ে ৪৬১ রানের পাহাড় গড়ে পাকিস্তান। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টেই দলের হয়ে অপরাজিত ২০৮ রানের ঝলমলে ইনিংস খেলেন শাকিল।
সোমবার দ্বিতীয় দিনে ষষ্ঠ উইকেটে সৌদ শাকিল ও আগা সালমান ১৪৮ বলে ১২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২২১ রান।
মঙ্গলবার তৃতীয় দিনের ব্যাটিংয়ে নেমে জুটিতে আরও ৫৭ রান যোগ করেন তারা। এরপরই বিপদে পড়ে যান আগা সালমান। সেঞ্চুরির পথে এগিয়ে যাওয়া সালমান ফেরেন শতরানের ম্যাজিক ফিগারের আক্ষেপ নিয়ে।
এরপর নোমান আলীকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ৫২ রানের জুটি গড়েন সৌদ শাকিল। তাদের এ জুটিতে লিড নেয় পাকিস্তান। দলীয় ৩৩০ রানে নোমান ফেরেন ৫৭ বলে ২৫ রান করে।
নয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সৌদ শাকিলকে যোগ্য সঙ্গ দিতে পারেননি শাহিন শাহ আফ্রিদি। তিনি ফেরেন ১৪ বলে মাত্র ৯ রানে।
দশ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সৌদ শাকিলের সঙ্গে দারুণ এক জুটি গড়ে তোলেন পেসার নাসিম শাহ। নবম উইকেট জুটিতে তারা ২৪৩ বলে ৯৪ রান করেন। এই জুটিতেই ডাবল সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে যান সৌদ শাকিল।
তার ডাবল সেঞ্চুরির জন্য প্রয়োজন ছিল মাত্র ৩ রান। এমন সময় ৭৮ বল খেলে মাত্র ৬ রান করে ফেরেন নাসিম শাহ। তার বিদায়ে ৪৪০ রানে ৯ম উইকেট হারায় পাকিস্তান।
শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন আবরার আহমেদ। তাকে সঙ্গে নিয়ে ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন সৌদ শাকিল। তিনি ৩৫২ বল মোকাবেলা করে ১৯টি বাউন্ডারির সাহায্যে ডাবল সেঞ্চুরি হাঁকান।
রোববার শুরু হয় গল টেস্ট। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শাহিন শাহ আফ্রিদির গতির মুখে পড়ে মাত্র ৫৪ রানেই প্রথমসারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারায় শ্রীলংকা।
পঞ্চম উইকেটে ধনাঞ্জয়া ডি সিলভাকে সঙ্গে নিয়ে ১৩১ রানের জুটি গড়েন সাবেক অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথিউস। এরপর সামারাবিক্রমাকে সঙ্গে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন ধনাঞ্জয়া। ৬৪ ও ৩৬ রানে ফেরেন ম্যাথিউস ও সামারাবিক্রমা। ধনাঞ্জয়া ডি সিলভার ৯৪ রানে অপরাজিত ইনিংসে ভর করে প্রথম দিনে ৬ উইকেটে ২৪২ রান করে শ্রীলংকা।
সোমবার দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ৭০ রান করতেই ৪ উইকেট হারায় শ্রীলংকা। ধনাঞ্জয়া ডি সিলভা ২১৪ বল মোকাবেলা করে ১২টি চার আর ৩টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ১২২ রান করেন। তার সেঞ্চুরির কল্যাণে ৩১২ রানে করতে সক্ষম হয় শ্রীলংকা। এছাড়া ৬৪ রান করেন অ্যাঞ্জোলো ম্যাথিউস।