জয়ের সেঞ্চুরিতে আফগানদের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ০৪:৩৭ পিএম
মাহমুদুল হাসান জয়ের (১০০) সেঞ্চুরি ও জাকির হাসানের (৬২) ফিফটিতে বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর গড়েছে।
মঙ্গলবার শ্রীলংকার কলম্বোর পি সারা ওভালে ইমার্জিং এশিয়া কাপের নবম ম্যাচে আফগানিস্তান এ দলের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাইফ হাসান।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। এরপর মাহমুদুল হাসান জয়ের সঙ্গে চতুর্থ উইকেটে ১১৭ রানের জুটি গড়েন জাকির হাসান। ৭২ বলে ৬টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৬২ রানে ফেরেন জাকির।
ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে জয়ের সঙ্গে ৭৯ রানের জুটি গড়ে ফেরেন জাতীয় দলের সাবেক তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার। তিনি ৪২ বলে তিন চার আর ৩ ছক্কার সাহায্যে ৪৮ রান করে ফেরেন।
১১৪ বল খেলে ১২টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ১০০ রান পূর্ণ করে দলীয় ২৬৭ রানে ফেরেন মাহমুদুল হাসান জয়। তার আগে ১০ বলে ৪ রানে ফেরেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী।
এরপর ইনিংসের শেষদিকে ১৯ বলে ৬টি চার আর এক ছক্কার সাহায্যে ৩৬ রানের অনবদ্য ইনিংস খেলেন মেহেদি হাসান। ১২ বলে দুই চারে ১৫ রান করেন রাকিব হাসান।
মাহমুদুল হাসান জয়ের (১০০) সেঞ্চুরি, জাকির হাসানের (৬২) ফিফটি, সৌম্য সরকারের ৪৮ এবং মেহেদি হাসানের ৩৬ রানের অনবদ্য ইনিংসে ভর আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ৩০৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে বাংলাদেশ।