Logo
Logo
×

খেলা

‘আমি মেসি-রোনালদোর চেয়েও এগিয়ে’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৭:৩১ পিএম

‘আমি মেসি-রোনালদোর চেয়েও এগিয়ে’

বিশ্বফুটবলের জীবন্ত কিংবদন্তি বলা হয়ে থাকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে। তার মতোই বিশ্ব ফুটবল মাতাচ্ছেন পর্তুগালের ইতিহাস সেরা তারকা ক্রিশ্চিায়ানো রোনালদো।

অথচ মেসি-রোনালদোর চেয়েও নিজেকে এগিয়ে রাখছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনিল ছেত্রী। 

এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ফুটবল দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করে যাচ্ছেন সুনীল ছেত্রী। তিনি সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে একজন। দলের হয়ে সবচেয়ে বেশি গোল করা শীর্ষ ১০ ফুটবলারদের তালিকার মধ্যে নাম রয়েছে সুনীল ছেত্রীর। 

এ বিষয়ে সুনীল ছেত্রী বলেন, তালিকায় থাকা বাকি নয়জন ফুটবলারদের সঙ্গে তুলনায় আমি যাচ্ছি না। আমি মেসি রোনালদোর মতো তারকা ফুটবলারদের ভক্ত। ওদের সঙ্গে কোনো তুলনা আমি মেনে নিতেও চাই না। তবে হ্যাঁ, যখন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার বিষয়টা উঠে আসে- তখন আমি ওদের চেয়েও অনেক এগিয়ে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম