Logo
Logo
×

খেলা

শেষ ওয়ানডেতে নেই এবাদত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৮:২৫ পিএম

শেষ ওয়ানডেতে নেই এবাদত

গতকাল শনিবার চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে বল করার সময় বাম হাঁটুতে চোট পান পেস বোলার এবাদত হোসেন।

চোটের কারণে সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে দল থেকে বাদ পড়েন তিনি। শুধু তাই নয়, দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা অনিশ্চিত।

এবাদতের চোট নিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, এবাদতের হাঁটুর চোট এখনো সারেনি, তার হাঁটুর অবস্থা বুঝতে এমআরআই করতে দেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে টি-টোয়েন্টি সিরিজে সে খেলতে পারবে কিনা।

সিলেটে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি ১৪ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, এবাদতকে নিয়ে কোনো ঝুঁকি নেবেন না তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম