Logo
Logo
×

খেলা

সিরিজ হারিয়ে হোয়াইটওয়াশে শঙ্কিত টাইগাররা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ১০:৪৫ পিএম

সিরিজ হারিয়ে হোয়াইটওয়াশে শঙ্কিত টাইগাররা

বিবর্ণ বোলিং আর হতশ্রী ব্যাটিংয়ে এক ম্যাচ আগেই সিরিজ হারল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় টাইগাররা। 

মঙ্গলবার চট্টগ্রামের সেই একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচে পরাজয় এড়াতে না পারলে হোয়াইটওয়াশ হবে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি।

গত বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান করতে পারে বাংলাদেশ। বৃষ্টি আইনে ৪৩ ওভারে আফগানদের টার্গেট নির্ধারণ হয় ১৬৪ রান।

২১.৪ ওভার খেলা শেষে আফগানিস্তান ২ উইকেট হারিয়ে ৮৩ রান করার পর আবারো শুরু হয় বৃষ্টি। বৃষ্টির আগে জয়ের জন্য আফগানদের করতে হতো ২ উইকেটে ৬৭ রান; কিন্তু তারা ২ উইকেটে ৮৩ রান করে জয়ের পথেই ছিল। বৃষ্টির কারণে এরপর আর খেলা মাঠে না গড়ানোয় ১৭ রানে জয় পায় আফগানিস্তান।

শনিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রহমানউল্লাহ গুরবাজ (১৪৫) ও ইব্রাহিম জাদরানের (১০০) জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৩১ রানের পাহাড় গড়ে আফগানিস্তান। 

৩৩২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ফজলহক ফারুকির গতি আর মুজিব উর রহমানের স্পিনে বিভ্রান্ত হয়ে ৪৩.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রানে ইনিংস গুটায় বাংলাদেশ। 

দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন মুশফিকুর রহিম। আফগানিস্তানের জয়ে ৩টি করে উইকেট নেন বাঁ-হাতি পেসার ফজলহক ফারুকি ও অফ স্পিনার মুজিব উর রহমান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম