Logo
Logo
×

খেলা

ওপেনিং জুটিতেই আফগানিস্তানের সংগ্রহ ২৫৬

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ০৪:৫৪ পিএম

ওপেনিং জুটিতেই আফগানিস্তানের সংগ্রহ ২৫৬

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় দুর্দান্ত ব্যাটিং করছে আফগানিস্তান ক্রিকেট দল। ওপেনিংয়ে ২২১ বলে ২৫৬ রানের জুটির রেকর্ড গড়েন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।

এ রেকর্ড গড়ার পথে রহমানউল্লাহ-ইব্রাহিম জাদরান ছাড়িয়ে যান জাভেদ আহমাদি ও করিম সাদিককে। তারা ২০১২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের শারজায় উদ্বোধনী জুটিতে ১৪২ রানের রেকর্ড গড়েছিলেন। 

৩.১ ওভারে সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন গুরবাজ। তার আগে ক্যারিয়ারের ২০তম ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন তিনি। সাজঘরে ফেরার আগে ১২৫ বলে ১৩টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ক্যারিয়ার সেরা ১৪৫ রান করেন রহমানউল্লাহ। 

এবার বাংলাদেশ সফরে এসে একমাত্র টেস্টে হেরে যায় আফগানিস্তান। এরপর আরব আমিরাতে গিয়ে কিছুদিনের অনুশীলন শেষে ফের বাংলাদেশে আসে আফগানরা।

চট্টগ্রামে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ১৭ রানের জয়ে এগিয়ে রয়েছে আফগানরা। আজ শনিবার দ্বিতীয় ম্যাচে জয় পেলেই তাদের সিরিজ নিশ্চিত হবে।     

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম