Logo
Logo
×

খেলা

তামিমের সিদ্ধান্তে হতাশ সাবেক তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০৮:৪৩ পিএম

তামিমের সিদ্ধান্তে হতাশ সাবেক তারকা

২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় তামিম ইকবালের।

অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান ড্যাশিং এই ওপেনার। 

দেশের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৮৯ ম্যাচে অংশ নেন তামিম। ব্যাট হাতে দেশের হয়ে সবচেয়ে বেশি ২৫টি সেঞ্চুরি আর ৯৪টি ফিফটির সাহায্যে দেশের হয়ে সর্বোচ্চ ১৫ হাজার ২০৫ রান করেন তিনি। 

বুধবার চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ১৭ রানে হারে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। 

চট্টগ্রামে আফগানদের বিপক্ষে চলমান সিরিজের মাঝপথেই বৃহস্পতিবার সকালে হুট করে ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন তামিম। 

হঠাৎ করে তামিম ইকবালের এমন সিদ্ধান্তে হতবাক জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার আতহার আলী খান। 

ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া আতহার আলী টুইটারে লেখেন- আমি দুঃখিত, হতবাক এবং বাকরুদ্ধ। আমি স্বপ্নেও এমনটি কল্পনা করিনি। তামিমকে ব্যাটিংয়ে দেখাটা অসাধারণ সুন্দর ছিল। আমি ওকে খুব মিস করব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম