‘বিশ্বাস করতে পারছি না তুমি আর দেশের হয়ে খেলবে না’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০৭:০২ পিএম
বৃহস্পতিবার সকালে মিডিয়া ডেকে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।
তামিমের হঠাৎ নেওয়া এমন সিদ্ধান্তে অবাক পুরো দেশ। অবাক হয়েছেন তার সঙ্গে খেলা জাতীয় দলের সতীর্থরাও।
জাতীয় দলের তারকা ওপেনার লিটন কুমার দাস, তামিমের অবসর নিয়ে নিজের অফিসিয়াল ফেসবুকে লেখেন, আমরা একসাথে ব্যাট করেছি, ড্রেসিং রুম শেয়ার করেছি। একসাথে অনেক স্মৃতি ছিল। বিশ্বাস করতে পারছি না তুমি আর দেশের হয়ে খেলবা না।
তোমাকে খুব মিস করব ভাই। শুভ কামনা তোমার ভবিষ্যৎ জীবনের জন্য।
চট্টগ্রামে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, অবসরের সিদ্ধান্ত হুট করে নয়। বেশ কিছুদিন ধরেই পরিবারের সঙ্গে আলোচনা করেছেন তিনি। তার প্রথম চিন্তা ছিল শুধু টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে খেলতে চেয়েছিলেন কিন্তু সেটা আর হলো না। আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিয়ে নিলেন। এর আগে গত বছরের ২২ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন তামিম।
প্রসঙ্গত, তামিম ইকবাল দেশের হয়ে টেস্ট, ওয়নাডে ও টি-টোয়েন্টি মিলে ৩৮৯ ম্যাচে অংশ নেন। ব্যাট হাতে দেশের হয়ে সবচেয়ে বেশি ২৫টি সেঞ্চুরি আর ৯৪টি ফিফটির সাহায্যে দেশের হয়ে সর্বোচ্চ ১৫ হাজার ২০৫ রান করেন তামিম।