‘ভারত ম্যাচ নিয়ে ভাবছি না, টার্গেট বিশ্বকাপ জয়’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ০৬:৩৬ পিএম
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে আউট করে শাহিন আফ্রিদির উল্লাস। ফাইল ছবি
৫ অক্টোবর ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ১৫ অক্টোবর মুখোমুখি হবে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।
বিশ্বকাপের কাউন্ট ডাউন শুরুর আগে থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা চলছে। তার কারণ প্রতিবেশী দুই দেশের সঙ্গে সীমান্ত সমস্যা থাকায় বিশ্বকাপ এবং এশিয়া কাপ ছাড়া মাঠের লড়াইয়ে দেখা যায় না তাদের।
দীর্ঘদিন পর ভারত-পাকিস্তানের দেখা হয়। ম্যাচের পরতে পরতে থাকবে উত্তেজনা। বিশ্বকাপ শুরুর আগ থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে হাইফ তৈরি হয়েছে।
পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি বলেছেন, আমাদের শুধু ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চিন্তা করলে হবে না। আমাদের মনোনিবেশ করা উচিত বিশ্বকাপে। ভারতের বিপক্ষে জিতলেও লাভ নেই, যদি বিশ্বকাপ জিততে না পারি। আমাদের একমাত্র লক্ষ্য বিশ্বকাপ জয়।
স্থানীয় টিভি চ্যানেলকে আফ্রিদি নিজের ফিটনেস নিলে বলেন, আমি এখন পুরোপুরি সুস্থ। সুস্থ বলেই আমি টেস্ট দলে ফিরেছি। যদি আমি পুরোপুরি ম্যাচ ফিট না থাকতাম, তাহলে আমার নাম টেস্ট দলে থাকত না।