Logo
Logo
×

খেলা

হতাশ সাবেক ফুটবলাররা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ১০:২০ এএম

হতাশ সাবেক ফুটবলাররা

মার্তিনেজ ইস্যুতে হতাশ সাবেক ফুটবলাররা

২০২২ কাতার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি, গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের বীরত্বে ৩৬ বছর পর সোনালি ট্রফি হাতে তুলেছে তারা। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে অসীম দক্ষতা ও ক্রীড়াশৈলী দেখিয়ে দেশকে বিশ্বকাপ এনে বিশ্বব্যাপী আর্জেন্টাইন ভক্তদের কাছে নায়কে পরিণত হয়েছেন মার্তিনেজ। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসজয়ী সেই গোলকিপার সোমবার মাত্র ১১ ঘণ্টার জন্য এলেন বাংলাদেশে। বিকালে চলে গেছেন কলকাতায়। তার সঙ্গে দেখা না করতে পেরে হতাশ আর্জেন্টাইন ভক্তরা। হতাশ দেশের সাবেক ফুটবলাররাও।

জাতীয় দলের সাবেক গোলকিপার ছাইদ হাসান কানন বলেন, ‘আমরাও ফুটবল খেলেছি। দক্ষতার সঙ্গে প্রতিপক্ষের অনেক গোল রুখে দিয়েছি। অথচ আমরা কতটা ছোট। এটা আমাদের দুর্ভাগ্য। বিশ্বকাপজয়ী দলের গোলকিপার এলো বাংলাদেশে, অথচ আমন্ত্রণ জানানো তো দূরের কথা, বলেওনি। এরচেয়ে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না।’ 

তিনি যোগ করেন, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া মার্তিনেজের গাড়ির সামনে দাঁড়িয়ে থেকেও দেখা করতে পারেনি। ফুটবলারের কাছে ক্রিকেট হাইলাইট হয়ে গেছে। এখন মনে হচ্ছে, আমরা নিকৃষ্ট হয়ে গেছি। আমি বলব, এটা আমাদের জাতীয় ব্যর্থতা। লজ্জাজনক বিষয়।’

দুঃখ জাতীয় দলের আরেক সাবেক গোলকিপার বিপ্লব ভট্টাচার্যেরও কম নয়। তার কথায়, ‘এটা দুঃখজনক। মার্তিনেজ আসবে, উনার সঙ্গে আমরা দেখা করব। সাবেক কিংবদন্তিদের অন্তত জানাতে পারত। তাহলে কিছু সময়ের জন্য তার সঙ্গে আমাদের দেখা করার সৌভাগ্য হতো। এর আগে ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিদান এসেছিলেন। তাদের সঙ্গে দেখা হয়েছিল, কথা হয়েছিল। এমনকি মেসির গলায় মালাও পরিয়েছিলাম আমি। কিন্তু এবার তো কিছুই হলো না। অন্তত সাবেক ফুটবলারদের ডাকতে পারত। তাদের এমন ব্যবহারে আমরা হতাশ।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম