সবশেষ কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সকে ট্রাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা জিতে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বাধীন দলের এ জয়ে আনন্দের বন্যা বয়ে যায় বাংলাদেশের অলিতে-গলিতে।
আর্জেন্টিনার জয়ে বাংলাদেশের হাজার হাজার মানুষের উন্মাদনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনামও হয়েছিল।
বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছিলেন মার্তিনেজ। তার ভারত সফর নিশ্চিত হওয়ার পর নিজ থেকেই বাংলাদেশে আসতে চেয়েছিলেন।
সোমবার কাক ডাকা ভোরে বাংলাদেশে এসে ১১ ঘণ্টার সফর শেষে চলে যান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অন্যতম এই সদস্য। তবে বলে গেছেন তিনি আবারো বাংলাদেশে আসবেন।
আর্জেন্টিনার এই গোলরক্ষক সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গেও দেখা হয়েছে তার। তবে দেশের সাধারণ ফুটবলপ্রেমীদের সঙ্গে দেখা হয়নি মার্তিনেজের।
সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসে মুগ্ধ মার্তিনেজ ইনস্টাগ্রাম বার্তায় বলেছেন, বাংলাদেশে অসাধারণ একটা সফরে এসেছিলাম। এ দেশের মানুষের যত্ন, ভালোবাসা ও অতুলনীয় আতিথেয়তা আমার হৃদয় জয় করেছে। আমি নিকট ভবিষ্যতে এই সুন্দর দেশটিতে আবারো আসতে চাই।
তিনি আরও লিখেছেন- প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাই নাম না জানা আরও অনেককে। বাংলাদেশের সঙ্গে আমার যে বিশেষ সম্পর্ক হয়েছে, আমি এ দেশে আমার হৃদয়ের একটা অংশ রেখে যাচ্ছি। পরবর্তী সফরের আগ পর্যন্ত সবাইকে বিদায় জানাই।