Logo
Logo
×

খেলা

জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল শ্রীলংকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ০৬:৫৪ পিএম

জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল শ্রীলংকা

জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করল শ্রীলংকা। 

জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য সমীকরণ স্পষ্ট ছিল। জিতলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত।

এমন সমীকরণের ম্যাচে মাহিশ থাকসেনা, দিলশান মাদুশঙ্কার বোলিং আর পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় শ্রীলংকা। এই জয়ে সুপার সিক্সে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষ তালিকায় লংকানরা।

তবে এই ম্যাচ হেরে গেলেও হতাশ হওয়ার কিছু নেই জিম্বাবুয়ের। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা জিম্বাবুয়ে নিজেদের পরের ম্যাচে পরশু স্কটল্যান্ডকে হারালে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে।

রোববার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাটিংয়ে নেমে মাহিশ থাকসেনার অফস্পিন আর দিলশান মাদুশঙ্কার গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ৩২.২ ওভারে ১৬৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। 

দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন সাবেক অধিনায়ক শেন উইলিয়ামস। শ্রীলংকার হয়ে থাকসেনা শিকার করেন ২৫ রানে ৪ উইকেট। ৫ ওভারে মাত্র ১৫ রানে ৩ উইকেট নেন মাদুশঙ্কা। 

টার্গেট তাড়া করতে নেমে ১০১ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় শ্রীলংকা। দলের হয়ে ১০২ বলে ১৪টি বাউন্ডারির সাহায্যে ১০১ রানের অনবদ্য ইনিংস খেলেন পাথুম নিশাঙ্কা। ৩০ রান করে ফেরেন দিমুথ করুনারত্নে। ২৫ রান করে অপরাজিত থাকেন কুশাল মেন্ডিস। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম