Logo
Logo
×

খেলা

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ১০:০১ এএম

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন

অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে সূচি চূড়ান্ত করেছে আইসিসি।

৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ১৯ নভেম্বর আহমেদাবাদেই ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। ১৫ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান মহারণ।

বিশ্বকাপের আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিন-

* সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ যদি বাছাই পর্বে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারে তাহলে তারা এক নম্বর কোয়ালিফায়ার দলের মর্যাদা পাবে। 

* সাবেক আরেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকা যদি মূলপর্বের যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার দলের মর্যাদা পাবে। 

* ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান যদি এবারের আসরে শেষ চারে জায়গা করে নেয় তাহলে তারা কলকাতায় সেমিফাইনাল ম্যাচ খেলবে। 

* ভারত কলকাতার ইডেন গার্ডেন্সে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে। 

* ভারত বিশ্বকাপের গ্রুপপর্বের মোট ৫টি ম্যাচ রোববার খেলবে। বুধবার খেলবে ২টি ম্যাচ আর ১টি করে ম্যাচ খেলবে বৃহস্পতি ও শনিবারে। 

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত রোববার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এদিন তাদের সাপ্তাহিক ছুটি হওয়ায় দর্শক চাহিদার কথা বিবেচনা করা হয়েছে। 

* বিশ্বকাপের মূলপর্বের ম্যাচগুলো হবে-আহমেদাবাদ, মুম্বাই, পুণে, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, হায়দরাবাদ, ধর্মশালা, দিল্লি ও লখনউতে। আর প্রস্তুতি ম্যাচগুলো হবে তিরুবনন্তপুরম, গুয়াহাটি ও হায়দরাবাদে।

* বিশ্বকাগের গ্রুপপর্বে ম্যাচ হবে ৪৫টি। দুটি সেমিফাইনাল ও ১টি ফাইনালসহ মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬ দিন ধরে।

* ৪৮টি ম্যাচের মধ্যে মাত্র ৬টি ম্যাচ হবে দিনের বেলায়। বাকি ৪২টি ম্যাচ হবে দিনে-রাতে। 

বিশ্বকাপে দিনে যে ম্যাচগুলো হবে-

১. বাংলাদেশ বনাম আফগানিস্তান
২. বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড 
৩. কোয়ালিফায়ার ১ বনাম কোয়ালিফায়ার ২
৪. অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড
৫. নিউজিল্যান্ড বনাম পাকিস্তান
৬. বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া 

* দিনের ম্যাচগুলো শুরু হবে ভারতীয় সময় সকাল সাড়ে ১০টায়। আর ডে-নাইট ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম