বাংলাদেশের একমাত্র বোলার হিসাবে লর্ডসের অনার্স বোর্ডে নাম রয়েছে শাহাদাত হোসেনের। এই সাবেক পেসার সর্বোচ্চ চারবার পাঁচ উইকেট নিয়েছেন। ডান-হাতি শাহাদাত সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৫ সালে। এতদিন পর টেস্টে দেখা যাচ্ছে বাংলাদেশের পেসারদের দাপট। স্বভাবতই উত্তরসূরিদের পারফম্যান্সে খুশি শাহাদাত। এদিকে অভিষেকে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলও বাংলাদেশের পেস বোলারদের উত্থানে উচ্ছ্বসিত।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ জিতেছে রেকর্ড ৫৪৬ রানে। ম্যাচে বাংলাদেশের পেস বোলাররা নিয়েছেন ১৪ উইকেট। যা সর্বোচ্চ। বাংলাদেশের এই স্মরণীয় জয় নিয়ে শাহাদাত বলেন, ‘এত বড় জয়, অবিশ্বাস্য এটা সত্যি যে, আফগানিস্তান দলে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ছিল না। তা সত্ত্বেও তাদের যেভাবে খেলার কথা ছিল সেভাবে খেলতে পারেনি তারা। কারণ, আমাদের পেসাররা খুবই ভালো করেছে। পেসারদের জন্যই এত বড় জয়।’ তিনি আরও বলেন, ‘মিরপুরে সবুজ উইকেট হওয়ার পর পেসারদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল নিজেদের প্রমাণের। তারা নিজেদের প্রমাণ করেছে। তারা এখন আত্মবিশ্বাসী। দেশের মাটিতে তো হলো। এবার বিদেশে একইভাবে বোলিং করতে পারলে নিজেদের প্রমাণ করা হবে।’
মোহাম্মদ আশরাফুল বড় জয়ের জন্য কৃতিত্ব দিলেন ক্রিকেটারদের। তিনি বলেন, ‘এত বড় জয়, বাংলাদেশ যেভাবে জিতেছে, সেটা অবিশ্বাস্য। এমন জয় সব সময় আসে না। এই কৃতিত্ব আমাদের ক্রিকেটারদের। নিজেদের দায়িত্ব তারা ভালোভাবে পালন করেছে।’ তিনি বলেন, ‘শান্তর দুই ইনিংসেই সেঞ্চুরি, মুমিনুল রান পেয়েছে, তরুণরাও ভালো ব্যাট করেছে। পেস বোলারদের কথা না বললেই নয়। বাউন্স-শর্ট বল করে গেছে বিশ্বমানের বোলারদের মতো। দেখার মতো বোলিং হয়েছে। বিদেশে খেলতে নেমে তারা আরও বেশি আত্মবিশ্বাসী হবে। সব মিলিয়ে দারুণ।’