Logo
Logo
×

খেলা

আমিরাতকে উড়িয়ে দিল শ্রীলংকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১১:১৭ পিএম

আমিরাতকে উড়িয়ে দিল শ্রীলংকা

বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় ম্যাচে সোমবার সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয় শ্রীলংকা ক্রিকেট দল। 

এদিন জিম্বাবুয়ের বুলাওয়েতে আগে ব্যাট করে কুশাল মেন্ডিস (৭৮), সাদিরা সামারাবিক্রমা (৭৩), পাথুম নিশানকা (৫৭), দিমুথ করুনারত্নে (৫২) ও চারিথ আসালঙ্কার (৪৮) দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে ৩৫৫ রান করে শ্রীলংকা। 

জবাবে ব্যাটিংয়ে নেমে ওয়ানেন্দু হাসারাঙ্গার লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ৩৯ ওভারে ১৮০ রানে অলআউট হয় আরব আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করে করেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ও বৃত্তি অরবিন্দ। 

৩৪ রান করেন আলি নাসের। আর ২৬ রান করেন রমিজ শেহজাদ। এছাড়া বাকি ৬ ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি। শ্রীলংকার ১৭৫ রানের জয়ে হাসারাঙ্গা ৮ ওভারে ২৪ রানে ৬ উইকেট শিকার করেন। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম