মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সদ্য শেষ হওয়া টেস্টে দুই ইনিংসে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত।
শান্তর ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিং করেন তিন তারকা পেসার এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। ঢাকা টেস্টে ব্যাটে-বলের নৈপুণ্যে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ৫৪৬ রানের রেকর্ড জয় পায় বাংলাদেশ।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে রানের দিক থেকে তৃতীয় সর্বোচ্চ জয়ে অবদান রেখে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন নাজমুল হোসেন শান্ত।
ম্যাস সেরার সেই ট্রফির ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে শান্ত লিখেছেন- ‘এই স্মৃতি আজীবন মনে থাকবে।’
পেস বোলার তাসকিন আহমেদ তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন- ‘আফগানদের ৫৪৬ রানে হারিয়ে বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে বড় টেস্ট জয় পেয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে রানের হিসাবে এটা তৃতীয় সর্বোচ্চ।’
এই জয়ে প্রথম ইনিংসে ৪৮ রানের ইনিংসের পাশাপাশি ২ উইকেট শিকার করেন মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় ইনিংসে তার শিকার আরও এক উইকেট।
রেকর্ড জয়ের পর অলরাউন্ডার মিরাজ ফেসবুকে লিখেছেন- ‘দাপুটে পারফরম্যান্সে ৫৪৬ রানের জয়।’
দুই ইনিংসে ৫ উইকেট শিকার করা পেসার শরিফুল ইসলাম তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন- ‘আফগানিস্তানের বিপক্ষে রেকর্ডময় জয়।’