Logo
Logo
×

খেলা

১ বলে ১৮ রানের রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ০৯:২৪ পিএম

১ বলে ১৮ রানের রেকর্ড

ভারতের তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ১ বলে ১৮ রান খরচে বিশ্বরেকর্ড গড়েছেন অভিষেক তানওয়ার। অভিষেক গত বছর টুর্নামেন্টের শীর্ষ উইকেট শিকারি বোলার ছিলেন।

বুধবার সালেম স্পার্টান্সের মুখোমুখি হয় চিপক সুপার গিলিস। চিপকের ব্যাটিং ইনিংসের শেষ বলের ঘটনা। ব্যাটিংয়ে ছিলেন সঞ্জয় যাদব আর বোলিংয়ে ছিলেন অভিষেক তানওয়ার। 

তানওয়ার প্রথম বলেই সঞ্জয়ের উইকেট শিকার করেছিলেন কিন্তু আম্পায়ার সেই বলটি নো বলের ইঙ্গিত দেন। ফ্রি হিটে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা মারেন সঞ্জয়। 

ফ্রি হিটের বলটিও নো বল করেন অভিষেক। ফ্রি হিট পাওয়া বলে এবার দুই রান নেন সঞ্জয়। আবারো নো বল হওয়ায় এই বল থেকে তিন রান পায় চিপক। টানা তিনটি নো বল করার পর এবার ওয়াইড দেন অভিষেক। আর শেষ বলে আবারো ডিপ মিড উইকেটের ওপর দিয় ছক্কা মারেন সঞ্জয়। পাঁচবারের চেষ্টায় বোলিং সম্পন্ন করেন অভিষেক। শেষ বল করতে গিয়েই তিনি দিলেন ১৮ রান। 

অভিষেকের দুঃস্বপ্নের রাতে ৫২ রানে ম্যাচ হেরেছে সালেম। প্রথমে ব্যাটিং করা চিপক ৫ উইকেটে করে ২১৭ রান। ২১৮ রান তাড়া করতে গিয়ে ৯ উইকেটে ১৬৫ রানে আটকে যায় সালেম। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম