আইপিএল চলাকালীন পান-মসলা প্রস্তুতকারক কোম্পানির ‘সিলভার কোটেড এলাইচি’ বিজ্ঞাপনে দেখা যায় সুনীল গাভাস্কার, কপিল দেব, বীরেন্দ্র শেহবাগ এমনকি ক্রিস গেইলের মতো তারকাকে।
পান-মসলার মতো একটি বিজ্ঞাপনে ভারতের কিংবদন্তি ক্রিকেটারদের দেখে রীতিমতো ক্ষুব্ধ বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমান সংসদ সদস্য গৌতম গম্ভীর।
নিউজ-১৮-কে দেওয়া সাক্ষাৎকারে গৌতম গম্ভীর বলেছেন, জীবনে কখনো ভাবিনি কোনো ক্রিকেটার পান-মসলার বিজ্ঞাপন করবেন। এটা বিচ্ছিরি রকমের খারাপ। হতাশারও বটে। এ কারণেই আমি বারবার বলি, সতর্ক হয়ে নিজের রোলমডেল বেছে নাও। তোমরা কোন ধরনের দৃষ্টান্ত স্থাপন করছ?
গম্ভীর আরও বলেন, একজন পরিচিত হন নিজের কাজের মাধ্যমে। তাদের নামের জন্য নন। কোটি কোটি শিশু আপনাদের দেখছে। অর্থ এতটাই সবকিছু নয় যে শেষে পান-মসলার বিজ্ঞাপন করতে হবে। অর্থ উপার্জনের আরও তো রাস্তা রয়েছে। অবশ্য এতবড় পে-চেক সরিয়ে প্রত্যাখ্যান করার জন্য সাহস থাকা দরকার।
২০১৮ সালে গম্ভীরকেও পান-মসলার বিজ্ঞাপন করার জন্য ৩ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন।
এ ব্যাপারে গম্ভীর জানান, আমিও টাকা নিতে পারতাম। তবে নেইনি। আমি বরাবর বিশ্বাস করে এসেছি আমার যা প্রাপ্য সেটাই আমার পাওয়া উচিত। একটা পান-মসলার বিজ্ঞাপন করার জন্য শচীনের কাছে ২০-৩০ কোটি টাকার প্রস্তাব এসেছিল। তিনি তাৎক্ষণিক না বলে দেন। তিনি নিজের বাবার কাছে প্রতিজ্ঞা করেন কখনো এসব কাজে নিজেকে জড়াবেন না। সেই কারণেই তিনি প্রকৃত রোলমডেল।