শ্রীলংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পাননি বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
বুধবার কলম্বোতে অনুষ্ঠিত হয় এলপিএলের নিলাম। নিলামের প্রথম রাউন্ডে নাম উঠেছিল তামিম ইকবালের। তবে অংশগ্রহণকারী কোনো ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের এই তারকা ওপেনারকে দলে নিতে আগ্রহ দেখায়নি। তামিমের ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার রূপি।
নিলামে দ্বিতীয় সেটেও তামিমের নাম তোলা হয়েছিল। তখনো কোনো দল বাংলাদেশ সেরা এই ওপেনারকে নিতে আগ্রহ দেখায়নি।
তামিম ইকবালের মতো এলপিএলে দল পাননি বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।
সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।