Logo
Logo
×

খেলা

আফগান টেস্টে খেলা হচ্ছে না তামিমের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৬:৪৯ পিএম

আফগান টেস্টে খেলা হচ্ছে না তামিমের

বুধবার সকাল ১০টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে।

চোটের কারণে এই টেস্টে আগে থেকেই নেই অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। 

ঢাকা টেস্ট শুরুর ঠিক আগের দিন জানাগেল দেশ সেরা ওপেনার তামিম ইকবালও খেলতে পারবেন না। দীর্ঘদিন ধরে পিঠের ব্যথায় ভোগা তামিমকে দেখে খেলার অনুমতি দেননি টিম ম্যানেজমেন্ট। টেস্টে খেললে হয়তে আফগানদের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তার সার্ভিস পাওয়া যাবে না।

শুধু তাই নয়, সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে তামিমকে খেলার অনুমতি দেয়নি ম্যানেজমেন্ট। 

তামিমের পরিবর্তে আফগান টেস্টে ওপেনিংয়ে জাকির হাসানের সঙ্গে ইনিংস শুরু করতে পারেন মাহমুদুল হাসান জয়। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম