Logo
Logo
×

খেলা

কোহলিকে জিজ্ঞেস করুন, কী শট খেলেছে সে 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৩, ১০:৩৪ পিএম

কোহলিকে জিজ্ঞেস করুন, কী শট খেলেছে সে 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত শোচনীয়ভাবে হেরে যাওয়ায় ক্রিকেট-পাগল দেশটিতে গেল গেল রব উঠেছে। ব্যর্থতার দায় চাপানো হচ্ছে তাদের টপঅর্ডার ব্যাটসম্যানদের ওপর।

গত রোববার দ্য ওভালে অস্ট্রেলিয়া ২০৯ রানে ভারতকে হারিয়ে টেস্ট ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এ নিয়ে তিন সংস্করণেই অসিরা বিশ্বসেরা হওয়ার মর্যাদা পেল। আর ভারত টানা দ্বিতীয়বার হারল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

সোমবার টাইমস অব ইন্ডিয়া পত্রিকা শিরোনাম করেছে, ‘মহাতারকারা আবারও ফ্লপ’। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ‘আবারও সেই একই সমস্যা।’ 

২০২১ ফাইনালের সঙ্গে ২০২৩ ফাইনালের তুলনা করেছে পত্রিকাটি। তারা আরও লিখেছে, ‘যেন পুরোনো কোনো সিনেমা দেখছিলাম।’

এদিকে সাবেক ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার টপঅর্ডার ব্যাটসম্যানদের শট নির্বাচনকে ‘হাস্যকর’ বলে তাদের একহাত নিয়েছেন। বিরাট কোহলিকেও ছাড় দেননি তিনি। ফাইনালে কোহলি ওয়াইড বল তাড়া করে আউট হন ৪৯ রানে। ‘বাজে শট ছিল সেটি। কোহলিকে জিজ্ঞেস করুন, কী শট খেলেছে সে,’ স্টার স্পোর্টসকে বলেছেন গাভাস্কার।

তিনি যোগ করেন, ‘ম্যাচ জিততে হলে আপনাকে লম্বা ইনিংস খেলতে হবে। সেঞ্চুরি ছাড়িয়ে যাওয়া ইনিংস। কিন্তু আপনি যদি অফ-স্টাম্পের অনেক বাইরের বল খেলেন, তাহলে কীভাবে ইনিংস টেনে নিয়ে যাওয়া সম্ভব?’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম