
প্রিন্ট: ০৫ মার্চ ২০২৫, ০৯:০৩ পিএম
১০০ টাকায় দেখা যাবে টেস্ট ম্যাচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৩, ০৯:৫৬ পিএম

আরও পড়ুন
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি।
আগ্রহী সমর্থকরা মাত্র ১০০ টাকা খরচ করেই বাংলাদেশ-আফগান টেস্টের খেলা মাঠে বসে উপভোগ করতে পারবন।
আগামীকাল দুপুর ২টা থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়েবসাইটে ঢাকা টেস্টের টিকিট পাওয়া যাবে।
পূর্ব গ্যালারির টিকিট গ্যালা সর্বনিম্ন ১০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য সর্বোচ্চ ১ হাজার টাকা।
এছাড়া সাউদার্ন ও নর্দান স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা ও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে ম্যাচের আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে টিকিট পাওয়া যাবে।
ম্যাচের দিনও বুথ থেকে টিকিট কেনা যাবে। আর অনলাইনে জাতীয় পরিচয়পত্র ও ফোন নম্বর নিবন্ধন করে টিকিট কিনতে হবে। একজন নিবন্ধনকারী সর্বোচ্চ দুটি টিকিট কিনতে পারবেন।