Logo
Logo
×

খেলা

যে ৫ কারণে ফাইনালে আবারো হারল ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৩, ০৬:৩২ পিএম

যে ৫ কারণে ফাইনালে আবারো হারল ভারত

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবারো হারল ভারত। বেশ কিছু ভুল সিদ্ধান্তের কারণে টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারল ভারত। ১০ বছর পরেও আইসিসি ট্রফি বঞ্চিত কোহলিরা। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের মর্যাদার লড়াইয়ে ভারতের হারের জন্য বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্য থেকে পাঁচটি তুলে ধরা হলো-

১. বিদেশের মাঠে ভারতের অন্যতম সফল বোলার হলেন রবিচন্দ্রন অশ্বিন। অথচ এই ডানহাতি অফ স্পিনারকে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ টেস্টে খেলায়নি ভারত। দলের হারের জন্য এটা বড় একটা কারণ। 

২. হারের আরেকটি মূল কারণ হলো ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা। দুই ইনিংসেই চরম ব্যর্থ কোহলি-রোহিতরা। 

৩. চেতেশ্বর পুজারার মতো তারকা ব্যাটসম্যান দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি। সাসেক্সের হয়ে ভালো ফর্মে ছিলেন। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার ছন্দ পতন হয়। 

৪. ভারতীয় তারকা ওপেনার শুভমন গিল সবশেষ আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেন। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চরম ব্যর্থ। দুই ইনিংসে তার সংগ্রহ ১৩ ও ১৮ রান।  

৫. টেস্টের পাঁচ দিনের খেলায় টস জিতে ব্যাটিং নেওয়াই ভালো। কিন্তু রোহিত শর্মা টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তিনি মূলত মেঘলা আকাশ দেখে তড়িঘড়ি আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম