Logo
Logo
×

খেলা

অবসর ভেঙে ইংল্যান্ডের টেস্ট দলে মইন আলি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ০৫:৫৭ পিএম

অবসর ভেঙে ইংল্যান্ডের টেস্ট দলে মইন আলি

আসন্ন অ্যাশেজ সিরিজে টিভি বিশ্লেষক হিসেবে কাজ করার অপেক্ষায় ছিলেন মইন আলি। কিন্তু দলের প্রয়োজনে অবসর ভেঙে ফিরতে হচ্ছে ২২ গজের ক্রিকেটে। 

সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে চোট পেয়েছেন জ্যাক লিচ। তার পরিবর্তে অলরাউন্ডার মইন আলীকে দলে রেখেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগ দিতে টেস্ট থেকে অবসর নেন মইন আলি। ২০২১ সালের সেপ্টেম্বরে ওভালে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর আর টেস্ট খেলা হয়নি মইন আলির।
 
গত বছর পাকিস্তান সফরের আগে মইনকে অবসর ভেঙে ফেরার অনুরোধ করেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। 

কিন্তু ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ততা মিলিয়ে ঠাসা সূচির কারণে শেষ পর্যন্ত অনুরোধ রাখতে পারেননি মইন।  

এবার দলের প্রধান স্পিনার লিচের চোটের পর অধিনায়ক বেন স্টোকস ও কোচ ম্যাককালামের পরামর্শে অবসর ভেঙ্গে টেস্টে ফিরছেন মইন। 

৬৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ২ হাজার ৯১৪ রানের পাশাপাশি বল হাতে ১৯৫ উইকেট নিয়েছেন মইন। 

১৬ জুন শুরু হবে অ্যাশেজ সিরিজ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম