গত মে মাসে দুর্দান্ত পারফর্ম করে আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার নাজুমল হোসেন শান্ত।
গত মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৬৫.৩৩ গড় ও ১০২.৬১ স্ট্রাইক রেটে ১৯৬ রান করেন শান্ত। আয়ারল্যান্ড সিরিজে হয়েছেন সিরিজ সেরা।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯৩ বলে ১১৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে দলকে জয় উপহার দেন শান্ত।
শান্তর সঙ্গে মাস সেরার মনোনয়ন পেয়েছেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর ও পাকিস্তানের বাবর আজম। বাংলাদেশ সিরিজে টেক্টর করেছেন ২০৬ রান। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই ১১৩ বলে ১৪০ রান করেন আইরিশ এই মিডল অর্ডার ব্যাটার।
মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডেতে বাবর আজম করেছেন ১৬২ রান। করাচিতে চতুর্থ ওয়ানডেতে খেলেন ১০৭ রানের ইনিংস।