আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট দলে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটসম্যান শাহাদাত হোসেন। ১৪ জুন মিরপুরে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে অভিষেকের অপেক্ষায় তরুণ এই ব্যাটসম্যান।
সোমবার জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেছেন শাহাদাত হোসেন। এদিন মিরপুরে সংবাদ সম্মেলনে শাদাহাত বলেন, ‘সবাই অভিনন্দন জানাচ্ছিল। এটা ভালো লাগছিল। সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। আমারও তা-ই ছিল।’
শাহাদাত আরও বলেন, ‘খুশি তো লাগবেই, স্বাভাবিক। সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। আমারও খুশি লাগছে। দিন দিন যেন আমি আরও উন্নতি করতে পারি, সেটাই চেষ্টা থাকবে।’
জাতীয় দলে ডাক পেয়ে চমকে যাওয়া শাহাদাত বলেন, ‘আমি এ দলে খেলছিলাম। আমাদের তিনটা ম্যাচ ছিল সেখানে। সেদিকেই মনোযোগ ছিল। আমি জানতাম না কী হবে। ওই সব ব্যাপার নিয়ে চিন্তা করিনি। চিন্তা করেছি, যখন আমাকে ডাকবে, তখন আমি ভালো খেলার চেষ্টা করব।’