Logo
Logo
×

খেলা

‘শেহবাগের মাথার চুলের চেয়ে আমার বেশি টাকা আছে’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৩, ০৮:৩০ পিএম

‘শেহবাগের মাথার চুলের চেয়ে আমার বেশি টাকা আছে’

এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ ভারত-পাকিস্তান। এই দুই দেশের খেলা মানেই মহারণ। ম্যাচের পরতে পরতে উত্তেজনা বিরাজ করে। 

খেলার সুবাদে ভারতের সাবেক তারকা ওপেনার বীরেন্দ্রর শেহবাগের সঙ্গে প্রতিবেশী দেশের তারকা পেস বোলার শোয়েব আখতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। 

কিন্তু  ২০১৬ সালে বীরেন্দ্রর শেহবাগ বলেছিলেন, খেলার সময় শোয়েব আখতার কোনোদিন ভারত বা ভারতীয়দের প্রশংসা করেনি। খেলা ছাড়ার পর বাণিজ্যিক উদ্দেশ্যে ভারতের প্রশংসা করছে। 

শেহবাগের এমন মন্তব্যের জবাবে শোয়েব আখতার বলেন, শেহবাগ আমার অনেক ভালো বন্ধু। সে হালকা মেজাজে কথা বলে। সে মজার ছলে হয়তো কিছু একটা বলেছে। মানুষ এটাকে সিরিয়াসলি নিয়েছে। শেহবাগ বলেছে শোয়েব টাকা কামাতে চায়, তাই ভারতের প্রশংসা করছে। ‘আমি বলতে চাই ওর মাথায় যত চুল আছে তার চেয়েও আমার বেশি টাকা আছে।’   

সম্প্রতি এক শোতে অংশ নেওয়া ভারতের সাবেক তারকা ওপেনার বীরেন্দ্রর শেহবাগকে প্রশ্ন করা হয়, আপনারা মাঠে অনেক সময় প্রতিপক্ষের সঙ্গে স্লেজিং করেন, গালমন্দ শুনতে হয়। 

এমন প্রশ্নের জবাবে শেহবাগ বলেন, যেখানে প্রেম বা বন্ধুত্ব আছে সেখানে বাকবিতণ্ডা থাকবেই। 

শেহবাগ আরও বলেন, শোয়েব আখতারের সাথে ২০০৩ সাল থেকে অমার গভীর বন্ধুত্ব রয়েছে। আমি তাদের মাঠে দুইবার খেলতে গিয়েছি, সেও দুইবার আমাদের দেশে খেলতে এসেছে। তার সাথে আমার বন্ধুত্ব আছে এবং আমরা একে অপরের পা টানাটানিও করেছি। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম