Logo
Logo
×

খেলা

শ্বাসরুদ্ধকর ফাইনালে রহমতের গোল, ৪-৪ সমতায় আবাহনী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৩, ০৫:৫৯ পিএম

শ্বাসরুদ্ধকর ফাইনালে রহমতের গোল, ৪-৪ সমতায় আবাহনী

ফেডারেশন কাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে মুখোমুখি দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী-মোহামেডান। 

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকাল সোয়া ৩টায় শুরু হওয়া ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়।

নির্ধারিত সময়ে খেলা ছিল ৩-৩ ড্র। অতিরিক্ত সময়ে তথা ১০৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন মোহামেডানের অধিনায়ক সোলেমান দিয়াবাত। 

১১৯ মিনিটে রহমতের গোলে ফের সমতায় ফিরে আবাহনী। অতিরিক্ত সময়ে খেলা ড্র হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

ম্যাচের ১৫ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের গোলে এগিয়ে যায় আবাহনী। খেলার ৪৩তম মিনিটে কোস্টারিকার ড্যানিয়েল কলিন্দ্রেসের গোলে ব্যবধান দ্বিগুণ করে ধানমন্ডির ক্লাবটি। 

ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। চার মিনিটের ব্যবধানে অধিনায়ক সোলেমান দিয়াবাতের জোড়া গোলে সমতায় ফেরে মোহামেডান।

মোহামেডান সমতা আনার মিনিট পাঁচেক ৬৫ মিনিটে নাইজেরিয়ান এমেকার গোলে আবাহনী ফের (৩-২)  ব্যবধানে এগিয়ে যায়। 

৮৩ মিনিটে ফেডারেশন কাপের ফাইনালে হ্যাটট্রিক পূর্ণ করেন মোহামেডানের অধিনায়ক সোলেমান দিয়াবাত। তার কল্যাণে মোহামেডান আবারো (৩-৩) সমতায় ফেরে।  

খেলার ১০৫ মিনিটে সোলেমান দিয়াবাত গোলের জন্য এগিয়ে যান। আবাহনীর গোলরক্ষককে একা পেয়ে নিজের চতুর্থ গোলের জন্য মরিয়া ছিলেনি তিনি। 

গোল ঠেকাতে পা বাড়িয়ে দেন গোলরক্ষক সোহেল। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি শটে মোহামেডানের অধিনায়ক সোলেমান দিয়াবাত গোল করে দলকে ৪-৩ গোলে এগিয়ে নেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম