Logo
Logo
×

খেলা

ব্রাজিলের তারকাকে অপমান, গ্রেফতার ৪

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৬:১৬ পিএম

ব্রাজিলের তারকাকে অপমান, গ্রেফতার ৪

ব্রাজিলের তারকা স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়র স্পেনে গিয়ে বিপাকে পড়েছেন। রিয়াল মাদ্রিদে খেলতে গিয়ে রীতিমতো বর্ণবাদী নানারকম অপমানও সহ্য করছেন। 

গত ২৬ জানুয়ারি কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। ম্যাচের দিন সকালে মাদ্রিদের এক হাইওয়েতে ভিনিসিয়ুসের ঝুলন্ত মূর্তি দেখা যায়। মূর্তির পেছনে ব্যানারে লেখা ছিল- ‘রিয়ালকে ঘৃণা করে মাদ্রিদ।’ 

তদন্ত করে সেই ঘটনায় আজ চারজনকে গ্রেফতার করেছে স্প্যানিশ পুলিশ। 

এক অফিসিয়াল বিবৃতিতে লা লিগা বলেছে, ‘ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি ঘৃণা ও ভীতি ছড়ানোর তীব্র নিন্দা করছে লা লিগা। অতীতের মতো এবারো নিরাপত্তাবাহিনী দিয়ে তদন্ত করে দেখবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির চেষ্টা করবে।’ 

গত এক বছরে ভিনিসিয়ুস কিভাবে বর্ণবাদের শিকার হয়েছেন তার প্রামাণ্যচিত্র তুলে ধরে একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছেন। 

সেখানে তিনি লেখেন- বাইরে ম্যাচ খেলতে গেলেই দেখা যায় অপ্রীতিকর চমক। এ মৌসুমে এমন ঘটনা অনেক ঘটেছে। মৃত্যু কামনা, কুশপুত্তলিকা বানানো হয়েছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম