Logo
Logo
×

খেলা

আফগানদের এগিয়ে রাখছেন আকরাম খান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৩, ০৯:৪৩ পিএম

আফগানদের এগিয়ে রাখছেন আকরাম খান

একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ১০ জুন বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। 

১৪ থেকে ১৮ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ। এই সিরিজে আফগান স্পিনারদের এগিয়ে রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান।

রোববার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) মেয়র কাপের উদ্বোধনে জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, আফগানরা সবসময় স্পিনে আমাদের চেয়ে ভালো। তাদের অসাধারণ কিছু স্পিনার আছে। রশিদ খান, মুজিব আছে। ওদেরকে খেলা কঠিন। আমাদেরকে কিন্তু সেন্সিবল ক্রিকেট খেলতে হবে।

আকরাম খান আরও বলেন, আমরা যেন স্পিনে সুবিধা পাই,সেই ধরনের উইকেট হলে ভালো। তারপরও এটা নির্ভর করছে অধিনায়ক এবং কোচ কী ধরনের উইকেট চাচ্ছে।

সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড সিরিজে হাতে চোট পান সাকিব। খেলতে পারেননি আইরিশদের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের শঙ্কা রয়েছে আফগানিস্তান সিরিজে না খেলার। সাকিবের অনিশ্চয়তা নিয়ে চিন্তিত আকরাম, সাকিব খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু চোট থাকবেই। এটা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। যে হারে খেলছি, এই সমস্যাটা থাকবেই। আমার মনে হয়, সে থাকলে অবশ্যই শক্তি বাড়ত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম