Logo
Logo
×

খেলা

ইংল্যান্ডে সেঞ্চুরি, সুখবর পেলেন শান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ০৭:২৮ পিএম

ইংল্যান্ডে সেঞ্চুরি, সুখবর পেলেন শান্ত

ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজ সেরা হন তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত।

সিরিজের প্রথম  ম্যাচে করেন ৪৪ রান। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ৩২০ রানের লক্ষ্য তাড়ায় দলকে জয়ের ভিত গড়ে দেন শান্ত। তিন নম্বর পজিশনে নেমে ৯৩ বলে ১২টি চার আর ৩ ছক্কায় খেলেন ১১৭ রানের ইনিংস। 

তৃতীয় ও শেষ ম্যাচে ৩৫ রান করার পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে হ্যারি টেক্টরের উইকেট শিকার করেন শান্ত। ২-০ ব্যবধানে জেতা তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ১৯৬ রান করে সিরিজ সেরা হন শান্ত।

আয়ারল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে বুধবার আইসিসির ঘোষিত সবশেষ হালনাগাদে ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে একধাপ উন্নতি করেছেন শান্ত। ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে ৪১০ রেটিং পয়েন্ট নিয়ে ১০৯ নম্বরে আছেন তিনি। 

ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই সবার ওপরে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এখন সেরা অবস্থানে মুশফিকুর রহিম, আছেন ১৬তম স্থানে। 

ওয়ানডে বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন জশ হেইজেলউড। সাকিব আল হাসান আছেন ১৪ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন সাকিব। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম