ব্রাজিলের ফুটবলে আবারো ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে। জানা গেছে, শুধু ব্রাজিলের লিগে নয়, ম্যাচ ফিক্সিং ছড়িয়েছিল বিদেশের একাধিক লিগেও।
সেসব লিগে খেলা ব্রাজিলীয় ফুটবলারদের পাতানো ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হতো। অর্থ আসত বিদেশ থেকে। ঘুস নিয়ে কাজ করতে না পারলে খুনের হুমকি দেওয়া হতো ফুটবলারদের।
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে ব্রাজিলের অ্যাটর্নি জেনারেল ফের্নান্দো কেসকোনে এ তদন্ত করছেন। তিনি জানিয়েছেন, ব্রাজিলীয় ফুটবলারদের ম্যাচ পাতানোর সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে।
তিনি বলেন, জুয়াড়িদের সঙ্গে ফুটবলারদের কথা বলার প্রমাণ পেয়েছি। বেশির ভাগ কথা হয়েছে বিভিন্ন দেশের ঘরোয়া লিগ চলার সময়। আমরা তদন্তের রিপোর্ট সংশ্লিষ্ট দেশের ফুটবল সংস্থাকে পাঠিয়েছি। তারা চাইলে নিজেদের মতো করে তদন্ত করতে পারে।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে কলোরাডো র্যাপিডসের হয়ে খেলা ম্যাক্স আলভেসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে নিষিদ্ধ করেছে ক্লাব।