কলকাতার কাছে চেন্নাই হারলেও ধোনির মুখে হাসি। অবাক করার মতো দৃশ্য। হঠাৎ সুনীল গাভাস্কারকে দেখা গেল ধোনির দিকে ছুটে যেতে। হাতে একটি মার্কার পেন। ধোনির জার্সিতে অটোগ্রাফ দিলেন তিনি।
ধোনিও গাভাস্কারের জার্সিতে ‘মাহি’ লিখে দিলেন। এভাবেই গত পরশু চিপককে বিদায় জানাল চেন্নাই। তবে প্লে-অফ খেলতে আবার তাদের ফিরতে হবে এই স্টেডিয়ামে।
পরে গাভাস্কার জানান, ধোনির দর্শকদের সই করা টেনিস বল উপহার দেওয়া দেখে তিনি নিজেকে সামলাতে পারেননি। সানি নিজেও ধোনির ভক্ত। ভারতীয় ক্রিকেটে তার অবদান ভোলার নয়। আইপিএলে গ্রুপ পর্যায়ে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নেমেছিল চেন্নাই।
গ্রুপ পর্বের শেষ ম্যাচ থাকায় দর্শকদের ধন্যবাদ জানাতে অভিনব পন্থা নিল চেন্নাই। ক্রিকেটাররা সারিবদ্ধভাবে মাঠের ধার দিয়ে হাঁটতে থাকলেন। দর্শকদের ধন্যবাদ বার্তা লেখা বিশেষ ধরনের জার্সি পরেছিলেন তারা। টেনিস বল হাতে নিয়ে তা র্যাকেট দিয়ে গ্যালারির দিকে পাঠাতে থাকলেন।
কলকাতার কাছে হেরে গেলেও প্লে-অফ কোয়ালিফাই করার জন্য খুব একটা দুশ্চিন্তার প্রয়োজন নেই চেন্নাইয়ের। তাছাড়া প্রিয় ধোনিকে পরের বছর না-ও দেখতে পারে চেন্নাই সমর্থকরা। তাই এমন অভিনব দৃশ্যের সাক্ষী থাকল চিপক।