Logo
Logo
×

খেলা

‘ইংল্যান্ডে সম্ভবত আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৬:৩০ পিএম

‘ইংল্যান্ডে সম্ভবত আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি’

ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে ২০১০ সালে ইংল্যান্ড সফরে প্রথম গিয়ে লর্ডস ও ম্যানচেস্টারে টেস্ট সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন তামিম ইকবাল। 

এরপর জাতীয় দলের হয়ে একাধিকবার ইংল্যান্ড সফর করেছেন। এবার ইংল্যান্ডের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষেও সিরিজ জয়ের পর আবেগপ্রবণ হয়ে তামিম জানালেন, ইংল্যান্ডে হয়ত আন্তর্জাতিক ক্রিকেট আর খেলা হবে না। 

রোববার নাটকীয়ভাবে আয়ারল্যান্ডকে ৫ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। 

খেলা শেষে সংবাদ সম্মেলনে বিদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তামিম বলেন, আমি সম্ভবত ইংল্যান্ডে শেষ ম্যাচটা খেলে ফেলেছি, বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচের কথা বলব। আগামী তিন-চার বছরে কোনো সূচি নেই। কাজেই এটাই সম্ভবত আমার শেষ ম্যাচ। খুব উপভোগ করেছি।

২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত করা আইসিসির ভবিষ্যৎ সফরসূচি পরিকল্পনায় ইংল্যান্ডে বাংলাদেশের কোনো সফর নেই। ততদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ার আর টেনে নেওয়ার ইচ্ছা না থাকারই আভাস দিলেন তামিম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম