Logo
Logo
×

খেলা

৪৪ ও ১১৭ রানের পর ৩৫-এ আউট শান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৩, ০৪:৪৯ পিএম

৪৪ ও ১১৭ রানের পর ৩৫-এ আউট শান্ত

ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেন নাজমুল হোসেন শান্ত।

সিরিজের প্রথম ম্যাচে ৬৬ বলে করেন ৪৪ রান। সেই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

শুক্রবার দ্বিতীয় ম্যাচে ৩২০ রানের বিশাল টার্গেট তাড়ায় দলকে জয় উপহার দিতে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান শান্ত। দলকে জয় উপহার দিতে ৯৩ বলে ১২টি চার আর ৩ ছক্কায় ১১৭ রানের ইনিংস খেলে হন ম্যাচ সেরা। 

রোববার চেমসফোর্ডের সেই একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী ম্যাচে দারুণ ব্যাটিং করেন তরুণ এই টপঅর্ডার ব্যাটসম্যান।

দলীয় ১৮ রানে ওপেনার রনি তালুকদার আউট হওয়ার পর তামিম ইকবালের সঙ্গে জুটি গড়ে তোলেন শান্ত। 

দ্বিতীয় উইকেটে অধিনায়ক তামিমের সঙ্গে ৪৪ বলে গড়েন ৪৯ রানের জুটি। স্লিপে ক্যাচ তুলে সাজঘরে ফেরার আগে ৩২ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করেন তিনি। শান্তর বিদায়ে ১০.৫ ওভারে ৬৭ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম