Logo
Logo
×

খেলা

খেলার সুযোগ না পেয়ে ন্যাড়া হন তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৩, ০৯:১৩ পিএম

খেলার সুযোগ না পেয়ে ন্যাড়া হন তারকা

আইপিএল চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পাফরর্ম করে যাচ্ছেন সুয়াশ শর্মা। 

তবে সুয়াশের এই উত্থানের আগে তাকে অনেক যন্ত্রনা সহ্য করতে হয়। এক সাক্ষাৎকারে সুয়াশ সম্প্রতি বলেছেন, অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ না পেয়ে একবার তিনি কীভাবে ভেঙে পড়েছিলেন।

সুয়াশ বলেছেন, গত বছর অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়ালে গিয়েছিলাম। আমি যথারীতি বাদ পড়ি। তারপর রাত ১২.৩০টায় কটা তালিকা প্রকাশ করা হয়। ততক্ষণে আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাত ৩টার সময় উঠে ব্যাপক কাঁদতে থাকি। ঘণ্টা দুয়েক টানা কেঁদেছিলাম। আমাকে বলা হয়, আমার বোলিং ওরা একবার দেখতে চায়। 

তিনি আরও বলেন, ওখানে যাওয়ার পর আমাকে বলা হয়,আমার জন্য সময় নষ্ট করবে না। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেই মাথা কামিয়ে ফেলি। একদম ভেঙে পড়েছিলাম। ভালো পারফর্ম করা সত্ত্বেও আমার সঙ্গে এরকম ঘটনা বারবার ঘটছিল।

সেই ঘটনা আপাতত অতীত। সুয়াশ শর্মা এখন নাইটদের বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্র। গত ডিসেম্বরেই মিনি নিলামে মাত্র ২০ লাখ টাকার বেস প্রাইসে কেকেআর কিনেছিল দিল্লির তরুণ অফস্পিনার সুয়াশ শর্মাকে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম