ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর চলতি আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর।
ক্রিকেট থেকে অবসরে বিজেপিতে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছেন সাবেক এই তারকা ওপেনার। সাবেক ক্রিকেটার রাহুল শর্মার শাশুড়িকে প্রাণে বাঁচাতে এগিয়ে এলেন লোকসভার সদস্য গম্ভীর।
রাহুল শর্মার শাশুড়ির মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য গম্ভীরের সাহায্য চেয়েছিলেন। সঙ্গে সঙ্গেই সাহায্যের হাত বাড়িয়ে দেন গম্ভীর। গঙ্গারাম হাসপাতালে ভর্তি করে দিল্লির সেরা নিউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন লখনৌয়ের বর্তমান মেন্টর।
চিকিৎসায় শাশুড়ি সুস্থ হওয়ার পর গম্ভীরকে ধন্যবাদ জানিয়ে রাহুল শর্মা লেখেন- গত মাসে বেশ কঠিন পরিস্থিতিতে ছিলাম। শাশুড়ির মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল। বিষয়টি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এ কঠিন সময়ে সাহায্য করার জন্য গৌতম গম্ভীরকে ধন্যবাদ। তিনি নিউরোলজিস্ট হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দিয়েছিলেন। সফলভাবে অস্ত্রোপচার হয়েছে। উনি এখন একদম সুস্থ রয়েছেন। গঙ্গারাম হাসপাতালের চিকিৎসক মণীশ চুঘসহ নার্সদের অসংখ্য ধন্যবাদ।