নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে জয় পায় পাকিস্তান। সিরিজের প্রথম তিন ওয়ানডেতে ৬০, ২৪ ও ৯০ রানের ইনিংস খেলেন পাকিস্তানের তারকা ওপেনার ইমাম-উল-হক।
তৃতীয় ম্যাচে ৯০ রানের ইনিংস খেলে হন ম্যাচ সেরা। বিশ্বকাপ সামনে রেখে বেঞ্চের ক্রিকেটারদের সুযোগ করে দিতে সিরিজের শেষ দুই ওয়ানডেতে বসিয়ে রাখা হয় ইমাম-উল-হককে।
বিষয়টি ভালোভাবে নিতে পারেননি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল হকের এই ভাতিজা। তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন।
রোববার টুইটারে ইমাম-উল হক লেখেন- জীবন একটি অপ্রত্যাশিত যাত্রা, তাই কারো কাছ থেকে কিছু আশা করবেন না। ধৈর্য ধরুন আল্লাহ দেখছেন।
তারকা ওপেনারের এমন রহস্যময় পোস্ট নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, আমি এখনো টুইটটি দেখিনি।