Logo
Logo
×

খেলা

‘ক্রিকেটার না হলে পেট্রলপাম্প দিতাম’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৩, ০৯:৫২ পিএম

‘ক্রিকেটার না হলে পেট্রলপাম্প দিতাম’

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম জানিয়েছেন, ক্রিকেটার না হলে তিনি কানাডার টরন্টোতে পেট্রলপাম্প দিতেন।

ভারতের সংবাদমাধ্যম স্পোর্টস কিডাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এমনটি বলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। 

তিনি বলেন, আমার পুরো মনোযোগ ছিল খেলাধুলার প্রতি। আমি স্কুলের বাস্কেটবল দলে থাকতাম, ক্রিকেট দলে থাকতাম, টেবিল টেনিস খেলতাম। কিন্তু পড়াশোনার ব্যাপারে আমি সব সময়ই ব্যাকবেঞ্চার ধরনের ছিলাম।

ক্রিকেটার না হলে কী করতেন? এমন প্রশ্নের জবাবে আকরাম বলেন, যদি আমি ক্রিকেটার না হতাম, তাহলে হয়তো টরন্টোতে আমার একটা পেট্রলপাম্প থাকত। কী জানি! আমি জানি না। দেখুন, আমি ছাত্র হিসেবে খুব বাজে ছিলাম।

আকরাম বলেন, আমি পাকিস্তান দলে সুযোগ পেয়েছিলাম মাত্র ১৭ বছর বয়সে। তখন তো আমি বাচ্চাই। বিকল্প কোনো পরিকল্পনা বলে যে কিছু থাকতে পারে, সেটিই আমি জানতাম না। আল্লাহ সহায় ছিলেন আমার প্রতি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম