‘সাংবাদিকের বাপের জুতা পরা ছবি’র কথা মজা করে বলেছি: সালাউদ্দিন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৩, ০৮:২২ পিএম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই সংবাদ প্রকাশিত হচ্ছে দেশের সংবাদমাধ্যমগুলোতে।
প্রতিনিয়ত দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
মঙ্গলবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে আসেন কাজী সালাউদ্দিন। তার আগে তিনি সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী এবং সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের সঙ্গে একান্তে কথাও বলেন। তাদের সেই কথোপকথনের সময় চালু ছিল সাংবাকিদের হাতে থাকা রেকর্ডারগুলো। যে কারণে মুর্শেদী-মানিকের সঙ্গে সালাউদ্দিনের কথাবার্তা ধরা পড়ে!
ওই সময় দুই সহ-সভাপতিকে সালাউদ্দিন বলছিলেন- বাফুফেতে সাংবাদিক প্রবেশ করতে হলে তাদের বাবার ছবি লাগবে!
কাজী সালাউদ্দিন বলেন, জার্নালিস্টরা বাফুফেতে ঢুকতে হলে তাদের আমার এখানে ফটো দিতে হবে তাদের বাপ-মায়ের। আরেকটা কন্ডিশন হলো তার বাপের ফটো পাঠাবে জুতা পরা। ঠিক আছে। এটা হতে হবে মেন্ডটরি। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।
সাংবাদিকদের নিয়ে তার এমন মন্তব্যের পর সংবাদ প্রকাশ হওয়ার পর টনক নড়ে সালাউদ্দিনের। পরে তিনি ভিডিও বার্তায় ক্ষমা চান।
ভিডিও বার্তায় সালাউদ্দিন বলেন, আমি সাংবাদিকদের আঘাত করার জন্য এমন কথা বলেনি। আমি কাজী নাবিলের সঙ্গে মজা করছিলাম। এটা যে কেউ টেপ করছিল আমি জানি না। যদি কাউকে আঘাত করে থাকি তাহলে ক্ষমা চাই, আমি সাংবাদিকদের আঘাত করার জন্য বলিনি।