Logo
Logo
×

খেলা

‘বল স্টেডিয়ামের বাইরে পাঠানোই আগ্রাসী ক্রিকেট নয়’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ০৫:৩৯ পিএম

‘বল স্টেডিয়ামের বাইরে পাঠানোই আগ্রাসী ক্রিকেট নয়’

ঘরের মাঠে সবশেষ  ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলছে বাংলাদেশ। সেটা আয়ারল্যান্ড সিরিজেও অব্যাহত রাখে টাইগাররা। 

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসি বিশ্বকাপেও আগ্রাসী ক্রিকেট খেলার চিন্তা-ভাবনা রয়েছে বাংলাদেশ দলের। 

এমনটি জানিয়ে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, সব সময় আগ্রাসী ক্রিকেট খেলার মানসিকতা থাকবে আমাদের। এর মানে এই না যে, বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠাতে হবে। আগ্রাসী ক্রিকেট মানে হলো,যা-ই করি না কেন, ইতিবাচক মানসিকতা নিয়ে করতে হবে।

৯ মে ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সিলেটে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প করে বাংলাদেশ দল। 

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন দিনের অনুশীলন ক্যাম্প শেষে হাথুরুসিংহে আরও বলেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আগ্রাসী থাকা,সেটা হোক দল বাছাই কিংবা ফিল্ড প্লেসিং কিংবা কী ধরনের বোলিং করা হবে। আমরা ছেলেদেরকে এই স্বাধীনতা দিতে যাই, যেন তারা মাঠে গিয়ে নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম