Logo
Logo
×

খেলা

পাকিস্তানের সেরা একাদশ বেছে নিলেন রশিদ লতিফ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ০৩:১৮ পিএম

পাকিস্তানের সেরা একাদশ বেছে নিলেন রশিদ লতিফ

স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে শুরু হচ্ছে আজ। তার আগমুহূর্তে পাকিস্তানে বর্তমান দল থেকে সেরা একাদশ বেছে নিয়েছেন সাবেক উইকেটকিপার ব্যাটার রশিদ লতিফ।

বৃহস্পতিবার পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ওডিআই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

রশিদ লতিফ বুধবার সেরা একাদশ বাছাই করে টুইটারে লেখেন, গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে পাকিস্তান মারাত্নক প্রতিরোধ গড়ে তোলবে।

সাবেক এ ক্রিকেটার ইমাম উল হক ও ফখর জামানকে ওপেনিং ব্যাটার হিসেবে বেছে নিয়েছেন। দুজনই অতীতের খেলাগুলোতে ভালো পারফরমেন্সের নজির রয়েছে। এরপরেই রশিদ পাকিস্তানের ব্যাটিংয়ের মূল ভিত্তি বাবরকে রেখেছেন। অন্য ব্যাটসম্যান থেকে বাবর ব্যতিক্রমী। বিশেষ করে তার নেতৃত্ব ও পারফরমেন্স দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সাবেক এ ক্রিকেটার ।
এদিকে উইকেটরক্ষক হিসেবে বেছে নিয়েছেন মোহাম্মদ রিজওয়ানকে। রিজওয়ান সম্প্রতি ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

রশিদের সেরা একাদশে রয়েছেন হারিস সোহেল। তাকে নিয়ে রশিদের মন্তব্য খেলার সময় যেকোনো পজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে হারিস।

এছাড়া মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফকে একাদশে রেখেছেন সাবেক এ ক্রিকেটার।

 

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম