শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দলে জায়গা হয়নি রুমানা আহমেদের।
মেয়েদের নির্বাচক মঞ্জুরুল ইসলাম জানিয়েছিলেন, রুমানাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে রুমানা এই দাবি মানতে চাননি। তিনি একটি সংবাদমাধ্যমকে জানান, তাকে বিশ্রাম নয়, বাদ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে রুমানা বলেন, এটা কী ধরনের বিশ্রাম? আমি এ বছর কটা ম্যাচ খেলেছি যে আমাকে বিশ্রামে থাকতে হবে? দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাকে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়েছে। মনে হয়েছে যেন আমার সময় শেষ।
অলরাউন্ডার রুমানার এমন প্রতিক্রিয়া ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে সংবাদমাধ্যমে মন্তব্য করায় রুমানাকে তলব করে বিসিবি। তাকে বিসিবিতে হাজির হতে বলা হয়। তবে এই প্রথম প্রতিক্রিয়া জানানোয় তাকে শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হবে।