
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ১০:১৫ পিএম
তুরস্ক থেকে খালি হাতে ফিরছেন আর্চাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ১০:১৭ পিএম

আরও পড়ুন
তুরস্ক থেকে খালি হাতেই ফিরেছে রোমান সানাহীন বাংলাদেশ আর্চারি দল। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত আর্চারি বিশ্বকাপের স্টেজ-১ এ অংশ নিয়েছিলেন সাত আর্চার।
রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগের সাতটি ইভেন্টে অংশ নেন বাংলাদেশের আর্চাররা; কিন্তু সবাই ফিরছেন খালি হাতে।
সবশেষ ২১ এপ্রিল রিকার্ভ পুরুষ একক ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের খেলায় বাংলাদেশের মো. সাগর ইসলাম ৭-৩ সেটে ইন্দোনেশিয়ার পাঙ্গেসতু আরিফকে হারায়, পরবর্তীতে মো. সাগর ইসলাম ২-৬ সেটে ভারতের অতনু দাসের কাছে হেরে বিদায় নেন।
অন্যদিকে এই বিভাগের খেলায় বাংলাদেশের আরেক আর্চার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৪-৬ সেটে জাপানের নাকানিশি জুন্যার কাছে হেরে বিদায় নেন।
মঙ্গলবার টার্কিশ এয়ারলাইন্সযোগে দেশে ফিরবেন আর্চাররা। টুর্নামেন্টে বাংলাদেশ রিকার্ভ পুরুষ ও নারী একক, দলগত ও মিশ্র দলগতে এবং রিকার্ভ নারী বিভাগে শুধু একক ও মিশ্র ইভেন্টেই অংশ নেয় বাংলাদেশ। তারা হলেন- মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, মো. সাগর ইসলাম, রামকৃষ্ণ সাহা, আবদুর রহমান আলিফ ও দিয়া সিদ্দিকী।
কম্পাউন্ড বিভাগে মাত্র দুইজন আরচার যাওয়ায় নারী ও পুরুষ দলগত ইভেন্টে অংশ নিতে না পারলেও এককের পাশাপাশি মিশ্র দলগত বিভাগে খেলেন বাংলাদেশের দুই কম্পাউন্ড আর্চার মোহাম্মদ আশিকুজ্জামান ও পুস্পিতা জামান।